শ্রীমঙ্গলের মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো: আবু সুফিয়ান চৌধুরীর ইন্তেকাল
শামসুল কবির সুমন, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান চৌধুরী (৭২) ইন্তেকাল করেছেন।
সোমবার (২৪ আগষ্ট) সকাল ৯ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ফুসফুসের ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়েসহ ভাই-বোন, নাতি নাতনিসহ অসংখ্যাগুনাগ্রাহী রেখে গেছেন।
শ্রীমঙ্গলের ১ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চার বারের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান চৌধুরী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।