গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৩ কেজি ওজনের কষ্ঠিপাথর সাদৃস্য মূর্তি জব্দ করে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের সৈয়দ মকবুল আলীর খননকৃত জমি থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জের বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মিলন চ্যার্টাজী।
স্থানীয়দের বরাদ দিয়ে তিনি বলেন, ১নং কাটাবাড়ী গ্রামের সৈয়দ মকবুল আলীর ভিটে জমি ভেকু দিয়ে খননের সময় কালো রঙের ওই মূর্তিটি পাওয়া যায়। সেটি শ্রমিকরা গোপনে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পায়। এরই মধ্যে মূর্তিটি উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের নিকট জমা করে। এ খবর পেয়ে চেয়ারম্যানের কাছ থেকে সাড়ে ৩ কেজি ওজনের কষ্ঠিপাথর সাদৃস্য মূর্তিটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ বলেন, স্থানীয়রা ওই মূর্তিটি শ্রমিকদের কাছ থেকে উদ্ধার করে পরিষদের জমা দেয়। পরে ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হলেও মূর্তিটি তাদের হাতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জের বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মিলন চ্যার্টাজী জানান, ওই মূর্তিটি কষ্টিপাথর কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।