গাইবান্ধার সদর উপজেলায় নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত।
রোববার (১ জানুয়ারি) সকালে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় কলেজিয়েটসহ উপজেলার বিভিন্ন স্কুলে-স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়টির বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি,জেলা প্রশাসক অলিউর রহমান,জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক,জেলা পরিষদ চেয়ারম্যান,মেয়র মতলুবর রহমান,জেলা শিক্ষা অফিসার হারুন অর রসিদ, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।
শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই, তা নিয়েই উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বই নিতে সকাল থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা হাজির হয় নিজ নিজ বিদ্যালয়ে। উদ্দেশ্য নতুন বই পাওয়া। এরপর হাতে-হাতে বই পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।