স্টাফ রিপোর্টার : গাইবান্ধায় প্রকল্প অবহিতকরণ ও জলবায়ু সহিষ্ণু জীবিকা অন্বেষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ব্র্যাকের ইকোনোমিক রিকভারী প্রজেক্ট (ইআরপি) আয়োজনে গাইবান্ধা পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু সহিষ্ণু জীবিকা অন্বেষণ আলোচনা সভায় গাইবান্ধা পৌর মেয়র মো মতলুবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তার প্রতিনিধি ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল হানিফ সরদার, নগর দরিদ্র সুরক্ষা ফোরাম সহ-সভাপতি জহুরুল কাইয়ুম, ব্র্যাকের হেড অফ প্রোগ্রাম আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামার ইমামুল আজম শাহী।
নিশীথ কুমার বিশ্বাস,তালহা তাসনিম। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন। এসময় প্রকল্প উপস্থাপন করেন রিজিওনাল কোঅর্ডিনেটর অপূর্ব সাহা প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালন করে রবিউল ইসলাম।